এক নজরে KACST


kacst


বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড অধিভূক্ত খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়, মুজগুন্নী আ/এ, খুলনাতে দৃষ্টি নন্দন অত্যাধুনিক নিজস্ব ক্যাম্পাসে রাজনীতি ও ধূমপান মুক্ত মনোরম পরিবেশে ২০০৩ সাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দেওয়ার জন্য নির্মিত হয়েছে কারিগরি প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, এছাড়া ছাত্র/ ছাত্রীদের জন্য রয়েছে পৃথক আবাসন ব্যবস্থা।

এছাড়া, এইচএসসি/ সমমান/ ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাশের পর পেশা ভিত্তিক উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টিতে ২০০৮ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ে ৪ বছর মেয়াদী অনার্স (প্রফেশনাল) বিবিএ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং সিএসই ও ইসিই কোর্স চালু করা হয়।

সাফল্য- ২০১৯

🔴 প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে কারিগরি প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রে নির্মিত হয়েছে অত্যাধুনিক ল্যাব,ওয়ার্কশপ, অডিটোরিয়াম ও খেলার মাঠ।

🔴 সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে স্মার্ট বোর্ড ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে শ্রেণীকক্ষে পাঠদান। টিউশন ফিস গ্রহনসহ সকল ধরনের লেন-দেনে স্বচ্ছতায় শুরু হয়েছে অনলাইন ব্যাংকিং ব্যবস্থা।

🔴 জব ফেয়ারে অংশগ্রহনকারী অত্র মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যথেকে তাৎক্ষনিকভাবে ২৭৫ জন শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে চাকুরীতে নিয়োগ পায় এবং Memorandum of Understanding (MOU)- এর মাধ্যমে বাকীদের পরবর্তীতে চাকরি প্রদানের ব্যবস্থা ও অধ্যায়নরত শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ও ট্যুরের সুযোগ বৃদ্ধি করা হয়।

🔴 ডুয়েট এবং বিটেকে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ৩ জন এবং সরকারি স্কলারশীপে ০৮ জন শিক্ষার্থী চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ পেয়েছে।